আমি কে?—এক নীরব প্রশ্ন,
ভাসে শূন্যতার অসীম গহ্বরে।
নিশ্চুপ রাত, ছায়ার খেলা,
নিজেকেই যেন খুঁজে ফেরি অন্ধকারে।
তোমরা কেমন? আমি কেমন?
আমি কি মানুষ, নাকি এক মরীচিকা,
যার ছায়া নিজেকেই ছুঁতে পারে না?
নাকি আমি এক নীরব কণ্ঠস্বর,
যার আর্তনাদ কেউ শোনে না?
এই দুনিয়া কি আমার জন্য?
নাকি আমি এই দুনিয়ার জন্য নই?
নিয়তির রেখায় আমার নাম নেই,
নাকি আমি নিজেই সীমারেখাহীন এক অস্তিত্ব?
ভুল করেছি আসতে এখানে,
নাকি ভুলের মধ্যেই বন্দি আমি?
কালচক্র ঘুরে যায়, আমি থমকে—
আমি কি তবে এক ফেলে দেওয়া সময়?
কে বলবে আমায়, আমি কী?
সত্ত্ব নাকি নিছক শূন্যতা?
আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে,
আমি কি শুধু এক নির্বাক প্রশ্নচিহ্ন?