তুমি আর আমি, সব হারানো কাহিনী,
কষ্টের ছায়ায় মুছে গেছে সব স্বপ্ন।
এখন শুধু দুঃখ, শুধু শূন্যতা,
একটা জীবন, একটুকু ভালোবাসা, সবই ছিল মিথ্যে।
তোমাকে চেয়েছি, তবু হারিয়েছি,
কিছুই আর ভালো লাগছে না, সব কিছু মিছে।
এখন বাঁচতে চাই না, তবে বাঁচতে হয়,
এটাই কি জীবন? শুধু কষ্ট, আর কিছু নয়।
শেষে বুঝেছি, কিছুই পাবো না,
এখন কেবল ভাঙা স্বপ্ন আর চূর্ণ হৃদয়।