মুক্ত শিশু
আলামিন ইসলাম
আমার ঘরের জানালা দিয়ে , চেয়ে দ্যাখো দূরের পানে ৷
দুপুর-বিকেল সারা সময় বাতাস যেথায় আঘাত হানে ৷
ছোট্ট কেহ যাচ্ছে ছুটে ?
লাটাই ধরে হাতের মুঠে ,
উড়িয়ে ঘুড়ি শূন্যাকাশে ,চলছে আপনধ্যানে?
ছোট্ট ,সে খুব বেজায় ছোটো,দুষ্টু -পাজি আমার মতো ৷
যার মনেতে সারা সময় ,কল্পনারা হারায় যত....
চলছে কী সে খুবই জোরে ?
আনমনেতে খুশির ঘোরে ,
উড়িয়ে ঘুড়ি, সেই পথেতে ----আকাশ যেথায় নত !
ধানের জমি ,আলুর ক্ষেত কিংবা হলুদ সরষে ভুঁয়ে ৷
ছুটছে কী সে খুবই জোরে ,মিষ্টি বাতাস ছুঁয়ে ছুঁয়ে !
ক্ষুদ্র বাহুর একটু মুঠে ,
খুশির ধারা নিচ্ছে লুটে ?
উড়িয়ে ঘুড়ি অনেক দূরে , যাচ্ছে বাঁকা আলি বেয়ে ?
সারাটা দিন উড়িয়ে ঘুড়ি, দুপুর বেলায় ফিরবে বাড়ি ৷
খাওয়া -নাওয়া সবার সাথে একে একে ঘুচবে আড়ি ৷
তারপরেতেই লম্ফ দিয়ে,
হাতের মুঠোই লাটায় নিয়ে,
মাঠের ছেলে মাঠের পানেই ফিরবে আবার তাড়াতাড়ি!
দিনের আলো নিভে যখন ,আসবে ঝাপসা সন্ধ্যা নেমে ৷
বাঁশবন আর আম্রকানন ভরবে যখন পাখির গানে ৷
দেখবে তখন এমন সাঁঝে ,
দুরন্তটি মাঠের মাঝে ,
পা চালিয়ে, ফিরছে বাড়ি, ভেসে ভেসে খুশির বানে ৷