বাবা এখন যতই ডাকুক মোরে ,
আমি যাচ্ছি নতুন একটা দেশে ৷
পক্ষীরাজের কাঁধের উপর চড়ে,
মেঘের সাথে শূন্যে ভেসে ভেসে ৷
অশ্বাননে লাগাম দিলেম টেনে ,
পিঠের পরে দিচ্ছি জোরে ঘা ৷
জোরে জোরে নাড়বে তবে ডানা ,
আমার এই পক্ষীরাজের ছা !
অবশেষে পৌছে যাব আমি ,
লক্ষ্যে থাকা লাল পরীদের দেশে ৷
যেথায় আলো এবং আঁধারমনি ,
এক সীমানায় একটা রেখায় মেশে ৷
আমায় দেখে পরীকূলের দল ,
আসবে সবাই ঘোড়ার পাশে ছুটে ৷
কনকচাঁপার ডাল হতে এক শাখা ,
ভেঙে নেব' ছোট্ট বাহুর মুঠে ৷
তারপরেতে ঘোড়ার কাঁধে চড়েই ,
আসব পুনঃ আপন গৃহে ফিরে ৷
দেখব তখন দাঁড়িয়ে আছে বাবা ,
আমার জন্য সারাটা রাত ধরে !
বাবার কোলে দেব দ্রুত লাফ ,
পক্ষীরাজের শরীর হতে নেমে ৷
বাবা তখন দুইটি বাহু দিয়ে,
আমায় নেবে 'বক্ষেতে তার টেনে ৷