তোমার পায়ের নীচে আগ্নেয়গিরি,
মাথার উপর বোমারু বিমান ৷
অথচ বাক্সে লেপ মুড়ি দিয়ে,
নাক ডাকিয়ে ঘুমোও শ্রীমান ?
ঘরে'র হতে বাইরে এসে ,
চেয়ে দ্যাখো আকাশটাকে ৷
আগের চেয়ে সুর্যটা আজ ,
হলুদ ছেড়ে কেমন ফিকে!
সবুজ মাঠেও ছাই-এর চাদর ,
নদীর জলে শবের স্রোত৷
বাঁদর সেনায় ছেয়ে গেছে ----
তোমার দেশের নগর, পোত্ ৷
আচ্ছা বলো , ঘুম কী ভালো ?
এর চেয়ে ,ঢের কিছুই নেই !
তোমার দুচোখ আটকে গেছে ,
মরিচীকার স্বপ্নতেই ৷
জেগে ওঠো এবং জাগাও ,
ঘুমিয়ে থাকা পাহাড়দের৷
শুনতে কী পাও ধম্ম ধ্বনি ?
মসজিদ আর মন্দিরের !
উল্টোপথের গান গাইছে ,
মৌলবাদের সন্ত্রাসী ৷
চোর -ডাকাতের , আগে এদের ,
দিবালোকে চাই ফাঁসি!
শব্দেরা আজ জেলবন্দী ,
দেশদ্রোহীদের সাম্বা নাচ৷
শ্রীমান ! তুমি ঘুমকাতুরে !
লেপ মুড়িয়ে ঘুমোও আজ?
বাক্স থেকে বেরিয়ে এসো,
পাখির গানে মন মাতাও৷
পারলে পারে , হৃদয়টাকে ,
সৃজনশীলের সুর শোনাও৷
অন্ধকারের কুঝ্ঝটিকা ,
সরিয়ে ফেল চোখ থেকে৷
এসো সবাই পণ করি এক ,
হাতে সবার হাত রেখে ৷
হিংসা এবং ধর্মান্ধতার ,
কবিতা দিয়ে বাঁধবো চোখ ৷
পৃথিবীটাকে বাঁচিয়ে রাখার ,
একটা কেবল স্বপ্ন হোক্ !