☆পথের ধারে রয়েছে কত মোহ, সকাল বিকাল ডাকে কত শালিকের অজানা সুর।
হেথায় যেথায় রয়েছে কত আপন-পর,পথের মাঝে ছড়িয়ে আছে কত শত স্মৃতির ঘোর।
চলে যেতে হবে এই মঞ্চ ছেড়ে,কোন এক অন্তিম মুহুর্তে,স্নেহ আবেগ অনুভুতির অবসান ঘটিয়ে।
এপারো ওপারে পরতে পরতে রয়েছে কত গল্প,
সুখপাখির ছোয়া পেতে হচ্ছি কত অবিশ্রান্ত,
কত অনন্তের দৃশ্য দেখে জুড়ায় এই মন,
শত রজনীর ফুলের ঘ্রানে ভরছে এই পরান।
লোভ-লালসার ভ্রান্তিতে হয়ে থাকি উদ্বিগ্ন,
জীবন যুদ্ধে জয়ী হতে করি কত ভান,
একতার মুষ্টি ভেঙ্গে ফেলি,উগ্রতা করে আহ্বান।
ক্রোধের আগুনে শুন্য হয় কত নিলয় ,
অভিমানের পর্দায় ডাকা পরে যায় শত নিবিড় যোগসূত্র।
রবে কত বিলোপ,কত অজানা আশ,ছেড়ে যেতে হবে তাহা মুহুর্তে,স্নেহ আবেগ অনুভুতির অবসান ছেয়ে।
এই ভুবনে সবি অমুলক,সবি নিরর্থক,তবুও মোরা করছি জীবনকে উষরের মত দীপ্ত।
কোন এক প্ররক্ষনে চলে যেতে হবে ফেলে এই গন্তব্য।