রোদেলা বিকেলে এলোমেলো কেশ।
কোথায় যেন জমে আছে অতল শোক।
মানু্ষে মানুষে জন্মে কত ইচ্ছা,
মানু্ষে মানুষে ক্ষুণ্ণ হয় কত স্বপ্ন।
যদি পেত সব ইচ্ছেগুলো নিজের স্থান,
সবদিকে ছড়িয়ে যেত আনন্দের কান্না।
বুকের স্পর্শমণিতে বাধে কত নাম না জানা
শোক,
কে বা রেখেছে খবর সারাতে সেই ক্ষত।
মানুষের সুখের মোড়ল তো বিধে আছে
ছোট এক ভিরে, তবে সেই ছোট ভিরের
ছাড় যেন হয় না এই মহীতে।
একটু বাচতে চাই সুখের আবরণের
আবছা আলোতে।
মনের কত আছে ভাষা,
পায় না প্রকাশের কোন রাস্তা,
তাইতো ছড়িয়ে যাচ্ছে আঁশটে কিছু ছায়া।
রোদেলা বিকেলে এলোমেলো কেশ,
কোথায় যেন জমে আছে অতল শোক।