রাতের পাখিগুলো  ডেকে যায় অজানা সুরে,
অভিনব এক শক্তির বোধন জগিয়ে।
কোলাহলের অবগাহনের ভীরে
মাঝে মাঝে নিভৃতে ডেকে যায় সে,
অপেক্ষার চাদরে লুকিয়ে আছে সেই অজানা সুর।

বেলকনিতে টবের সেই ফুলগুলো তাকিয়ে রয়
মলিনভাবে,
বলতে চাইছে যে কবে ফুটবে কোমল,
কবে সিক্ত হবে ঘ্রাণ।
অপেক্ষার এই অন্তে  লুকিয়ে আছে অমলিন ঘ্রান।

বটের ছায়ায় পড়ে থাকা পাতাগুলো চাইছে হতে অদল বদল,
একই আশ্রয় যেন লাগছে না আর সুখ,
বাতাসের জন্য সইছে না তাহার তিতিক্ষা,
প্রতিক্ষার এই চিত্তে  লুকিয়ে আসক্তিহীনতার ছোয়া।

অপেক্ষার এই নিপীড়নে পুরছে সবাই
বিস্বাদের বিন্দুমাত্র লেশ নেই যেন এরই ছায়ায়,
অপেক্ষার প্রহর গুনতে গুনতে জমে যাবে কালি চোখের ওই কোণে,
তবুও যেন বইছে কী! প্রমোদের কল্লোল,
সবাই যেন লইছে অভ্যাগতের মতো করে আপন।