তব কি দেখেছ পাখিদের সেই উড়ার
দৃশ্যখানি।
যেই দৃশ্যতে রয়েছে বেচে থাকার অন্তিম প্রেরণাখানি।
তব কি দেখেছ খরায় শুকিয়ে যাওয়া
চৌচির নদীখানা।
যেথা বর্ষাতে মেতে উঠে অম্বুর মেলাখানা।
তব কি দেখেছ আকাশের সেই
সাদা-কালো,লাল নীলের
রংবেরঙের পরিবর্তনখানা,
যেথা পাল্টায় তার রঙের আভা,
তবুও সে দাড়িয়ে রয় আপনখানায়।
তব কি দেখেছ সমুদ্রের সেই উপচে পড়া ঢেউ,
নিমিষেই যেথা হারিয়ে যায় অন্তখানায়।
তবুও সে অটুট তার সংগ্রাম চেতনায়।
এতো সব নির্জীব,তুমি আমি তো
জীবন্ত প্রাণবন্ত জীব।
তবুও কেনো মোরা ফেলি মোদের
নয়নের মহার্ঘ নীর।
মোদের হতে হবে দড়,
যেনো হটাতে নাহি পারে মোদের
কোনো ঘুর্ণিঝড়।
পরিশেষে বলি মোদের হতে হবে
ভাই অতিশয় ক্লান্তিহীন।
তবেই হবে অসাধ্য সাধন অনিশ্চিতহীন।