নদী হাটছে তার পথ ধরে,মাঝে মাঝে থেমে থেমে রয়।
নদী বইছে তার কলতানে,কত শব্দে মাতিয়ে রয়।
কত জ্যৌছনার আলোকচিত্র,ছুয়ে দিয়ে যায়।
নদীই দেখে আকাশের এই লুকোচুরি খেলা, নদীই দেখে তরণীর ওই ক্লান্ত সুরে ছুটার বাহানা।
গানের তালে দুলে যে দাড়,
যেন হারিয়ে যাওয়া ছন্দের আগমনে,
মাঝিহারা পথিক হয়েও চলিবে তাহা,
নাহি পারিবে রুখতে তাহায় কোন বাধা।
এ যেন নদীর প্রেমে সিক্ততার মায়া।
নদীর ওই কণ্ঠে ভেসে উঠে তারাদের প্রতিচ্ছায়া,
পাখিদের ওই সমুস্বরে কত সহস্র ডাক,
এলোমেলো বাতাশের মিলনের কত তাড়া।
মায়াভরা মুখ তাকিয়ে রয় তীরের অরন্য গাছগুলো, ছুই ছুই করে চায় যেন বলতে হে চিরচেনা,নদীর নীর যেন দিচ্ছে পরিচয় যেন সে কত অচেনা ।
আকাবাকা পথগুলোতে যেন ফুটে উঠে স্বার্থকতার
মহা চিত্র,নদীর ছোয়া পেয়ে ভাবিছে নিজেকে গভীর মিত্র।
হারিয়ে যায় কত শত ঢেউ,
শুস্কে নদীর কান্নাভেজা ওই আখিতে টলমল বিষাদ,
নদীর এই প্রবাহমান ভেলায় ফুটে উঠে কত রকমের দৃশ্য,
প্রশান্তির দেহকে ছুতে চাহিলে হতে হবে নদীর এই অলেখা বৈচিত্র্যের শরণাপন্ন।