পাওয়ার বাহানায় হাটছিলাম আমি।
বিস্তর সুখের তারনায়, ধুসর মেঘের
ছায়ায়,নাহি পেলাম সেই পথ।
এ যেন অলেখা কাব্যের ছন্দহীনতা,
এ যেন দৈর্ঘহারা নাট্যের প্রতিচ্ছায়া
তবুও অভিনব ধারায় ছুটছিলাম
বাধনহারা।
সহিংসতায় ঘেরা ছিল কত পথ
ছাড় দেইনি মোরে কোন গমনের পথ।
ছিল কত শত বাধা,কত শত সংহত করার অনুবন্ধ ,
কিন্তু সেথা নাহি পারে ঠেকাতে নগন্য।
যাত্রাতে যদি নাহি থাকে অনবদ্য উদ্যম,
সঞ্চালনায় যদি থাকে শ্রমকাতর,
কাবু করে নিবে তোমায় ব্যর্থতার চাদর।
হুশিয়ার হয়ে পারি দিতে হবে কত শত আলপথ
হস্তগত হলে হয়ে যেতে পারে ব্যপক বিলোপ।
একাগ্রতার উন্মেষ যেন থাকে ভর্তি,
সহিষ্ণুতার প্রভাবের যেন নাহি থাকে কমতি।
এই যাত্রা যদি হয় স্বল্পতায় ঘেরা,
বৃথা এই সাধনায়,হবে ধ্বংসযজ্ঞের ছোয়া।
উড়াতে যদি চাও তুমি সুমহান এই ঝান্ডা
হতে হবে তোমায় প্রচেষ্টার অসীম শ্রেষ্ঠা।