জীবনের এই অপার্থিব প্রাঙ্গনে আমি মুখোশহীন পথিক।
খেয়ালে বেখেয়ালে আমি হতে চাই বর্ণিল সুগায়ক।
সংগ্রামের এই সুগঠিত যাত্রার, ক্লান্তিঘেরা নিখিল অবগাহনের, হতে চাই আমি মহীয়ান বাহক।
অবিচারের পরতে পরতে,
ভুলভ্রান্তির ঢেউয়ের শ্রোতের মিলনকণ্ঠে,
শুন্য আবরণের মাঝে, হতে চাই আমি প্রভাত।
অশান্ত নগরের খনে খনে,
মরীচিকায় ডুবে থাকা সাঁকোগুলোর আর্তনাদে, হতে চাই আমি শান্তিদূত।
পাওয়া না পাওয়ার অভিমানের বোঝা নিয়ে, পড়ে থাকা বিরহের প্রস্থানের অভিলাষে,,যন্ত্রনার অবিরামভাবে গমনের শিবিরে, হতে চাই আমি সান্তনার পথিক।