ভাজের মলাটে ভেজা সেই কপোল,
চোখের তীরে অরুণের ক্রন্দনে করছে টলমল,
তবুও তুমি উদ্ভাসিত আকাশেরই মত,
যদি কখনো মনে আবেসে একটু দেখার আবেদন করে,
ফিরে এসো সেই অভীষ্টে ফেলে সব তীব্র।
ক্রোধের চাদরে পুড়ছে তোমার আলেখ্য সেই মায়া ঘেরা আখি,কোপিত সেই ফুলে উঠা ক্ষোভে,উদাসীন হয়ে ছুটার সেই ভাপের মাঝে,
যদি কখনো চোখ ভরে দেখার অভিপ্রায় জেগে উঠে,
ফিরে এসো সেই নিলয়ে ফেলে সব ঘৃণ্য।
শিশিরভেজা ভেজা সেই সকালের গমনের সেই চিত্র,বাদামের খোসা উড়ার সেই অতীতের রোমন্থন,
যদি ফিরে পাওয়ার মোহ করে আর্তনাদ,
ফিরে এসো সেই গন্তব্যে ফেলে সব উগ্র।
ফিরে আসার এই আকুলতা ডাকা পরেছে অভীমানের আবরনে,তবে আমি জানি প্রস্থানের সেই আবেগ জেগে উঠেছে তোমার ওই চিত্তে,
তবে এসো ফিরে,
এখনো রয়েছে তা তোমারি দখলে।