*চলমান এই অবসরের অবসাদে
কেউ বা বুঝিবে জীবনের অর্থ,
কেউ বা বুঝিবে জীবনের স্বাদ।
তবে দিগন্তে গিয়ে সবাকেই মিলিত
হতে হবে অরন্য ভুমির মাঝে।
ক্ষনে ক্ষনে সবাই হচ্ছি একই পথের যাত্রী,
নিভু নিভু করে জ্বলছে মোদের অন্ত।
চাইনে আমি এই অরুণ অবসাদ,
শুধু চলিতে চাই এই ব্যস্ত কোলাহলের সহিত।
আমার আছে অনেক প্রত্যাশার গনি,
তাই তো মোর  বাচার ব্যাকুলতা অতখানি।
হচ্ছি আমি নিরুদ্দেশ,শুধু চাই অইটুকুই,
যেটুকুতে রয়েছে শান্তি নামের মেলাভুমি।
ধন,ধৌলতের কোলাহলের ভীরে,
ডুকতে নাহি বাধা,কিন্তু কেইবা পেয়েছে এরই
মাঝে শান্তি নামের আভা।
আমার একটুখানি চাওয়া,হতে চাই আমি
এই শান্তি সুখের ভিলাসি পথের মড়া।