*আচ্ছন্ন ঘেরা নিশিকে জ্যোতিময় করতে যেমতি প্রয়োজন এক রশ্মি।
রঙহীন জীবনে রঙিন শব্দায়নের প্রয়োজনে প্রয়োজন এক তুমি।
*ফুলের সৌন্দর্যের ধারাকে রাঙাতে যেমতি প্রয়োজন এক প্রজাপতি।
রঙহীন জীবনের রঙিন শব্দায়নের প্রয়োজনে প্রয়োজন এক রুপবতী।
*স্রোতস্বিনী নদীকে প্রবাহমান করিতে যেমতি প্রয়োজন ঢেউয়ের মেলা।
রঙহীন জীবনের রঙিন শব্দায়নের প্রয়োজনে প্রয়োজন এক কাঁকনমালা।
*প্রকৃতির হাওয়াকে ঘ্রানে ভরে দিতে যেমতি প্রয়োজন স্নিগ্ধ সুবাস।
রঙহীন জীবনের রঙিন শব্দায়নের প্রয়োজনে প্রয়োজন এক যোষিতষ।