হে উগ্র
নিশ্রংস এই আত্মকে যদি নাহি পারিস পাল্টাতে,কি বা আশা করিবে জাতি তোরি নিকটে।
হিংস্রতার এই মুকুট যেন তুই করেছিস জয়।
হে রুক্ষ
হীনমন্যতার এই উন্মেষকে তুই করেছিস উচু,
মনোজগতের উন্নতি যেন হয় তোরি দ্বারা নিচু।
হে মন্দ
অশুভ বলের থাবায় যেন বিনাশ করেছিস
এই অবয়কে,মানহানিতার দন্ডে যেন তুই পিষিয়েছিস
নৈতিকতাকে।
হে রূড়
কত শত চিতকার,কত আর্তনাদ,
পারে নিতো বশে আনিতে তোর নির্দয়
স্বীয় আত্মাকে।
নিষ্ঠুরতার এই প্রতিমূর্তি কীরুপে করলি
তুই সৃষ্ট।
হে সমাজ শিরমণি
বিচারের এই সমিচীনতায় কেনো আসে বাধা
এই রুক্ষতায় কমতি নাহি কেন মহানুভবতা।
তব তুমিও সম দোষী বলে গন্য হইবে এই বিশাল সারির ছায়ায়।
তুমি কি বা বুঝিব এর ব্যাথা
ভুক্তভোগীরাই হৃদয়াঙ্গম করে এর প্রকৃত বেদনা।