মায়ার বাঁধনে বেঁধেছি তোমায়
গেঁথেছি হৃদয়ে হৃদয়ে মালা।
মন কুটিরে প্রদীপ জ্বলে না
তোমার আগমন ছাড়া।

তবুও তুমি এ বাঁধন ছিঁড়ে
চলে গেলে বহু দূরে।
প্রেমের অনলে পুড়ে পুড়ে মন
ব্যাথা দেয় তিলে তিলে।

নয়নের জলে রাঙিয়ে তুলি
লিখে দেই উড়ো চিঠি।
একবার যদি আসো তুমি প্রিয়
হৃদয় কুটিরে ফিরি।

তুমি যদি আসো দেখিবে আমার
হৃদয় অনলে পুড়ে।
তোমার ছোঁয়াতে নিভে যাবে সব
আসো যদি তুমি ফিরে।