বড় হতে-হতে দেখি সবটাই কোলাহল।
বৈশাখ মাসে কাঁচা আম নিয়ে নদীতে সাঁতার
গোল্লাছুট খেলা আর বাঁশি নারিকেল পাতার।
ট্রাফিক জ্যামের শহরে চুরি হয়ে গেছে শৈসব।
ক্রিকেট ফুটবলে অজস্র নিয়ম কানুন
উড়িয়ে মারলে আউট বল নিজে খুঁজে আনুন
মাটি থেকে বানিয়ে মোবাইল চুলা গোলাপফুল
কচুরিপানা রান্না করতে আয়োজন ভরপুর।
বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়ানোর কাড়াকাড়ি
গ্রীষ্মের দিনে ডুবসাঁতারে নদী খাল জল ঘোলা করি।
সন্ধ্যা নামার পরে ঝিনুক পোকার উত্সব ছুটোছুটি
জোৎস্নার রাতে চাঁদ পিছু হাটে উল্লাসে ফেটে পড়ি।
বড় হই যত একা হই তত শৈশব মনে করি।
পুতুল খেলার দিনগুলো আজ স্মৃতিতে রেখেছি ধরি।