আমার কিছু অপ্রকাশিত সত্য না হয় নাই বললাম,
চাপা থাকনা কিছু অজানা কথা।
তোমাকে অনেক কিছু বলার ইচ্ছা ছিল,
বলবো বলবো করে বলাই হলো না,
কেমন যেন পথিমধ্যে এসে থমকে গেলাম
ভাষাটাও যেন হারিয়ে ফেলেছি।
আমার হৃদয়ের প্রত্যেকটা রক্ত বিন্দু
তোমাকে অনেক ভালোবাসে,
কিন্তু সেটাও তো ছিল অপ্রকাশিত।
তাইতো বলতে পারি,
আমি কোন অন্যায় করিনি।
আমি জানি, আমি কোন অপরাধী না,
তবুও তুমি আমায় অপরাধীর কাঠগোড়ায় দাড় করালে।
আমি হাসি মুখে তোমার শাস্তিটাকে বরন করে নিলাম।
তোমার বিচারে আমি হেরে গেলেও
শেষ বিচারে কিন্তু আমিই জয়ী হবো।
বিশ্বাস করো, তোমার অবহেলায় আমি মোটেও অবাক হয়নি।
কারণ, তোমার অভিনয়টা ছিল চমৎকার।
সবাই বলে, সব অভিনয় না-কি সমান হয়না?
তুমিও তো সে কথাই বলেছিলে।
চোট্ট বেলা থেকেই না আমি এই নির্মম, নিষ্ঠুরতার সম্মুখীন হয়েছি।
তাই পৃথিবীর কঠিন,নিষ্ঠুর পরিস্থিতিকে আমি জানি।
যেটা তুমি করেছ, সেটা ভালোবাসার আড়ালে নিতান্তই ছলোনা।