কোন এক ঝিরিঝিরি বৃষ্টির দিনে তোমার আমার প্রেমের শুরু টা হয়। চৈত্রের তাপদাহ রৌদ্রে যেন একপশলা বৃষ্টি তুমি।তুমি আমার স্বপ্নের জালবোনা বসন্তের রং।তোমাকে হাড়কাঁপানো শীতের চাদরের মতো ভালোবাসতে ইচ্ছে করে।
ইচ্ছে করে রজনী গন্ধা ফুলের মতো ফুলদানিতে সাজিয়ে রাখতে। কোকিলের কুহুতানে মন ভরিয়ে দিয়ে যাও সুরের মূর্ছনায়। প্রতিদিন তোমাকে বেলি ফুলের মতো মালা গেঁথে গলায় রাখতে নিদারুণ বাসনা জাগে। বাসনা জাগে আমার অন্তরের হৃদ স্পন্দনের প্রতিটা নিঃশ্বাস করে রাখতে।
তুমি তো আমার সেই অমাবস্যার মাঝে পুর্নিমার চাঁদ।টিপটিপ বৃষ্টির দিনে অজস্র নক্ষত্রের মাঝে সন্ধ্যার তারা তুমি। তুমি আমার ভালোবাসা, যত ঝড়, তুফান আসুক থাকবো তুমি আমি একসাথে।
জোসনা স্নিগ্ধ রাত অপেক্ষা করে তোমার আমার প্রেমের পূর্ণতা দিতে। তাই তো বলি, তুমি আমার দূর দিগন্তের নীলিমার মাঝে একটুকরো প্রশান্তি।