বসন্ত -
তুমি এসেছো শীতকে পেছনে রেখে
আম্র মুকুলের বোঝা নিয়ে,
দূরে গেছে হিমেল হাওয়া
কুয়াশায় ঢাকা বেদনা নিথর
এসেছে শুকনো পাতার মর্মর ধ্বণি।

বসন্ত -
তুমি কি সেই অনল?
যার তাপদাহে পুড়ে
ছাই হয়ে যায় চারদিক
চৌচির হয়ে যায় মাঠঘাট
কাকা শব্দ শোনা যায় তৃষ্ণায়।
না, সে তো, তুমি নও
তুমি তো দক্ষিণা পরশ বুলিয়ে দেওয়া শনশন শব্দ।

বসন্ত-
তুমি কি সেই ঋতুরাজ?
যার দর্শনে ফুল কুড়ি চোখ মেলে চায়।
কোকিলের কণ্ঠে ভেসে ওঠে সুর
সবুজ শ্যামলে ভরে যায় প্রকৃতি
স্পন্দন জাগে বনে বনে।