ওগো তুমি শুনছো নাকি ডাকছি আজই তোমাকে,
দেখবো তোমায় দু' চোখ ভোরে প্রভাত ফেরীর মেলাতে।
বসন্তেরী ফাগুন হাওয়ায় স্নিগ্ধ জ্যোতি ছড়াতে,
শিমুল পলাশ রাঙিয়েছে তোমার মধুর মায়াতে।
সাদা শাড়ি ফ্লাগ হাতে মাথায় কাপড় বাঁধাতে,
তুমি যে কত সুন্দরী ছিলে আমার চোখের মনিতে।
কল্পনাতে আঁকছি তোমায় বিশ্ব নিখিল হৃদয়ে,
দু:খের বাণী শুনাচ্ছি আজ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে।
সত্যই তুমি সুন্দর তুমি পাড় বাঁধানো শাড়িতে,
ইচ্ছে ছিল দেখবো তোমায় শাড়ি পরা নারীতে।
একটিবার কি অনুরোধ করতে পারি তোমাকে,
একবার তোমায় শাড়ি পরা দেখবো বসুন্ধরাতে।
আমার বিলাপ তোমার কাছে কোন নিয়মে পড়েযে,
হৃদয় থেকে মন থেকে আজ বলছি আমি তোমাকে।
তোমার কথা মনে হলে বাঁধ ভেঙে যায় অশ্রুতে,
কষ্টে পাথর আমার মনটা তোমার কথার পরেতে।
কত কষ্ট, কত ব্যথা হাহাকার যে অন্তরে,
দেখলে নাকো, বুঝলে নাকো তোমার পাথর হৃদয়ে।