ভালোবাসা যে কত গভীর বোঝা গেল একদিন
যেদিন থেকে হারিয়ে গেল সোনার পাখির ডিম।
সারাদিন তারে গরম করিত তুলার ভিতর রেখে
ফুটবে কখন দেখবে ছানা তাহার বুকের সনে।
আসবে পাখি তাহার কাছে আশায় বাঁধে বুক
উড়বে পাখি মুক্ত প্রাণে থাকবে মনে সুখ।
হারিয়ে যাবে তাই ভেবে সে জড়িয়ে ধরে মাকে
কেঁদে শোকে দুই নয়ন তার অশ্রুতে যায় ভেসে।
একটা পাখি উড়তে দেখে আকাশের ঐ বুকে
স্বপ্ন দেখে আমার সোনা উড়বে ডানা তুলে।
দুটি চোখে ঘুম নেই তার সারাদিন ভাবে মনে
রেশম পালক হবে তাহার দেহের মাঝে ক্ষনে।
সারাদিন তারে উড়তে দেবে কোথাও নাই তার বাধা
সন্ধ্যা হলে আসবে উড়ে এইটুকু তার জানা।
সন্ধ্যারাতে, নিশিরাতে, ফেরেনি পাখি ঘরে
উড়াল দিলো দেশান্তরে দূর অজানার দেশে।
শোকে পাথর তাহার মনটা কোথায় পাবে দেখা
অশ্রু সজল নয়ন শরীর কালো মেঘে ঢাকা।