শরতের আকাশে সাদা মেঘ ভাসে
শীত যেন উকি মারে কুলেতে এসে।
সোনালী ধান আসে কৃষাণের ঘরে
মেতে ওঠে খুশিতে বুকেরী মাঝে।

কখনো গুমোট বেধে কালো মেঘ ভাসে
বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি আসে।
কৃষকের মুখে যখন হাসি দেখা যায়
হালখাতা আঙিনায় ঠাঁই করে নেয়।

কৃষাণ বধূরা সবাই দলবেঁধে ওঠে
পিঠা পুলি তৈরীতে আনন্দে মাতে।
উঠান ভরে যায় সোনালী ধানে
হারানো জীবন যেন ফিরে চলে আসে।

সোনালী স্বপ্ন পূরণ হলে
হৃদয় মন্দির খুশিতে ভাসে।