মাগো তুমি ডাক দিয়েছো
হাক ছেড়েছো কিসে,
ভালোবাসার ছোট্ট সোনা
মিশেল রোদে হাসে।

মুষলধারে বৃষ্টি হলে
ডাকতে খোকা আয়
ভিজিসনে তোর জ্বর আসিবে
ঔষধ কোথায় পায়।

মাগো তোমার ডাক শুনিনি
ভিজসে সারা গা
জ্বর এসেছে এখন তবে  
চলে যাবো মা।

মাগো আমার স্বপ্ন ছিল
অনেক বড় হবো,
মুক্তি দেবো দেশত্বকে  
পূরণ হলো নাকো।