স্বাধীনতা তুমি
তের কোটি মানুষের প্রত্যাশা
বাংলার মানুষের সাধনার ফল।

স্বাধীনতা তুমি
গভীর রজনীর চিন্তার ফসল
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত
যেন একটুকরো হীরার খনি।

স্বাধীনতা তুমি
সন্তান হারা মায়ের চোখের জল
ত্রিশ লক্ষ জীবনে অর্জিত জয়োধ্বনী।

স্বাধীনতা তুমি
বিশ্বের দরবারে পরিচিত হওয়ার প্রেরণা
আমার গড়ে ওঠার চেতনা, আমার প্রাণ।