তোমায় যেদিন প্রথম দেখি শীতল ছায়ার তলে,
মনে আমার কেমন হলো বুঝতে পারি না যে।
ঘুমের ঘোরে স্বপ্ন  দেখি উঠি আমি জেগে,
কি যেন আজ হয়ে গেলো আমার বুকের মাঝে।
জানিনা যে কেমন লাগে তোমায়  দেখার পরে,
এটাই কি সেই ভালোবাসার জন্ম দিতে পারে!
ভালোবাসার সঙ্গা আমি কিছুই জানিনা,
তোমায় শুধু মনে পড়ে ভুলতে পারিনা।
তাহলে কি!তোমায় আমি ভালোবেসেছি?
মনের মাঝে ফুলদানিতে গেঁথে নিয়েছি।
সেদিন থেকে শুরু হলো দীর্ঘ পথে পাড়ি,
ক্ষুদ্র ক্ষুদ্র আশাগুলি মনের মাঝে পুষি।
চাঁদের মতো মুখটি তোমার জোসনাভরা গা,
একটুখানি বলবো তোমায় ভালোলাগাটা।
আমার বলার আগে তো সব জেনে গেছে সবে,
কানাকানি চোখাচোখি চলছে দেখি ভবে।
শরীর যেন শিউরে গেলো তাদের কথা শুনে,
আসবে কখন জ্বলবে আলো আমার বুকের কোণে।
আনুষ্ঠানিক করে দেখা হলো তাঁরই সাথে,
পূর্নিমার চাঁদ পাখি হয়ে এলোবুঝি ঘরে।
হাসনাহেনা, শিমুল, পারুল, বকুল হয়ে ঝরে,
সুবাস তারা ছড়িয়ে দিলো নীল আকাশের তরে।
সপ্ন ছিলো সত্যি হলো তোমায় পাবো ঘরে,
তুমি আমার প্রথম দেখা শেষ বিকেলের মেয়ে।