ভুম ভুম করে বাস চলেছে
ফোঁস ফোঁস করে সাপ,
ঝনঝন করে ট্রেন চলেছে
গন গন করে তাপ।
বন বন করে ঘুরছে লাটিম
কন কন করে শীত,
শন শন করে বইছে বায়ু
ঝিন ঝিন করে গীত।
গুড়ুম গুড়ুম মেঘ ডাকছে
থর থর করে ভয়ে,
ঝমঝম করে বৃষ্টি নামছে
ভুর ভুর করে রাতে।
হাটের মানুষ চলছে হাটে
ঘরের মানুষ ঘরে,
ঝোপে ঝাড়ে জোনাক জ্বলে
আলোক দিয়ে রাতে।
শিশুরা সব খেলা ফেলে
সন্ধ্যা বেলা পড়ে,
নিঝুম রাতে বাজায় বাঁশি
পদ্মা নদীর বাঁকে।