বিশাল গগনে প্রজ্জ্বলিত সেতারা
তারও মাঝে রয়েছে হেলাল,
হেরিছে ঘন সিয়ার মাঝ দিয়ে
কিন্তু শর্বরী বিস্তার করেছে দেহ,
কিভাবে পৌঁছাবে সেখানে?

পথহারা সীমাহীন দরিয়ার সম্মূখে
শুধু অসীম কুয়াশা।

এত পেরেশান, এত আহাজারি, এত রোনাজারি
সবকিছু ঘোচাতে হবে তাদের।
ক্রন্দন, ভ্রুকুটি গাফলাতের মাঝে
প্রয়োজন শুধু যৌবনের।

শত বাধা ব্যস্ততাকে উপেক্ষা করে
নিয়ে যাবে জোসনা স্নিগ্ধ পথে
আগন্তুকের মতো হবে পদচারণা।