বহুদিন ধরে আশায় ছিলাম কখন যাবো ছুটে,
দেখবো তারে পাশে নিয়ে দূর অজানার দেশে।
বদনখানি রংধনু তার পরীর মতো মেয়ে,
কল্পনাতে থেকে গেল মনের কারাগারে।
বিকাল বেলা নদীর পাড়ে সবুজ ঘাসের বুকে,
মুক্তেশ্বরী সাক্ষী দিবে তোমায় ভালোবাসে।
জানিনা সেই বিকাল গুলি আসবে কি-না ফিরে,
সন্ধ্যারপর জোছনা নামে তবুও নদীর ধারে।
বিকাল যদি শেষ না হতো তাহলে কেমন হতো?
যুগ যুগ ধরে চেয়ে থাকতাম চাতক পাখির মতো।
নদীর বুকে পানকৌড়ি মাছ ধরতে যায়,
ফুলগুলি সব হার মেনে যায় রূপের কিনারায়।
তোমার হাসি নদীর বাতাস করেছিলো এতোভারি,
বর্ষণ যেন নেমে আসবে মাথার উপরী।
তুমি বললে আসমানের কি এতো সুন্দর রং হয়!
তোমার কাছে সুন্দর হলেও আমার কাছে নয়।
ঘাসগুলি সব পানির সাথে মিশে যদি যায়,
মুছবে নাকো স্মৃতি গুলি মনের আঙিনায়।
সকাল বিকাল আসতে তুমি একাকিত্ব তাই,
তোমার পানে মন ছুটে যায় উজান গাঙের বায়।
আজ তুমি নেই নদীর বাঁকে সবুজ ঘাসের পরে,
নদীর পানি তৃণও সবই শূণ্য প্রাণে মরে।