নিরঞ্জনা -
কতোবার ডেকেছি যে তোমায় যেয়ো নাকো দূরে
ঐ দূর দূরন্তের পথ পাড়ি দিয়ে অথই সাগরে।
কে আছে সেখানে? কে ডাকছে তোমায়? বলোনাকো একবার।
হৃদয়ের কুঠুুরে জমে থাকা মমতাকে স্মরণ করে নাও,
মনে করে নাও সেই দিনগুলিকে।
জীবনের স্বপ্নকে ধুলিষ্যাত করে যেয়ো নাকো তুমি
যেয়ো নাকো তুমি ঐ আলেয়ার কাছে,
ফিরে এসো নিরঞ্জনা।
নিরঞ্জনা -
ভালোবাসার জীবনকে বিদ্ধংসী অস্ত্রের মুখে দিয়োনা
যেয়ো নাকো তাহার কাছে ঐ ছলনার দেশে।
যেখানে তুমি আছো সেখানে থেকে যেও
করো নাকো নিরুপায় তুমি আমাকে।
নিশিত সূর্যের কঠিন ধরণীকে বুক পেতে নাও
ফিরে এসো অবিচল স্মৃতির ক্যানভাসে।
প্রাণহীন দেহের নিস্তব্ধ গগনঘেরা ধরণীর ক্ষুদ্র প্রয়াস
যেয়ো নাকো তুমি বলো নাকো কথা
ফিরে এসো নিরঞ্জনা।
নিরঞ্জনা -
অমোঘ ভাসান, স্রোতের বেগ, ঘড়ির সময় যদি সত্য হয়,
সত্যের বাঘ্র জীবনকে জরা মৃত্যুর কাছে ঠেলে দিয়ো না,
সেখানে পাবে শুধু তিক্ত মধুভরা মৃত্যুহীন যন্ত্রণা।
জীবন উত্তাল তরঙ্গে, অজস্র বর্ষনে, ঝড়ো হাওয়ার তান্ডবে,
নি:সৃত করোনা আরতির সন্ধ্যা।
আকাশে বাতাসে মেঘের গর্জনে ধ্বনিতেছে
বলো নাকো কথা যেয়ো নাকো দূরে
ফিরে এসো নিরঞ্জনা।