মাতৃভাষা বাংলা
এখনোতো তোমায় মনে পড়ে
হৃদয় ঘেরা কাকরাশের মতো নতুন সাজে,
তুমি কি আছো সেই আগের মতো?
নাকি নির্ঝরা মেঘের মতো পরিবর্তন হয়েছো।

দীঘল রাতের শ্রান্ত সফর শেষে
শুধু একবার দেখতে চাই তোমাকে।
কিন্তু ঘন সিয়ায় ঘিরে আছে চারপাশ,
অস্ফুট হয়ে ডুবে যাচ্ছে সব
সম্মুখে শুধু অসীম কুয়াশা।

দিন গুনছে পথের যাত্রী
কবে আসবে স্নিগ্ধা
মাতৃভাষা বাংলা।