ইচ্ছা করে, প্রজাপতি হয়ে উড়ে যায়
ঐ নীল গগনে,সবুজ শ্যামলে,পাহাড় পর্বতে।

ইচ্ছা করে ছুটে যায় তোমার কাছে,
বলতে ইচ্ছা করে, তোমাকে আমি খুব ভালোবাসি।
ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখি।

ইচ্ছে করে দূজনে নদীর তীরে বসে পানকৌড়ির মাছ ধরা দেখি।
দেখতে ইচ্ছা করে সাদা বক ঝাক বেধে জলের ফোটা ফেলে চলে গন্তব্যে।

ইচ্ছা করে হাতে-হাত রেখে চলি,
চলে যায় ঐ দূর অজানায়।
যেখানে থাকবে না কোন কোলাহল।

ইচ্ছা করে পূর্ণিমার চাঁদকে তোমার পাশে রাখতে,
বলতে ইচ্ছা করে, এই চাঁদ তোমার পাশে বড়ই বেমানান।

ইচ্ছা করে বকুল ফুলের মালা করে গলায় পরিয়ে রাখি।

কিন্তু দেখতে ইচ্ছা করেনা, তোমার পাশে কেউ বসুক,কেউ তোমার হাতে হাত রাখুক, চোখে চোখ রাখুক।