যাসনে তোরা দূরে চলে
উজান গাঙের বায়,
নিশি বনে হারিয়ে যাবে
গগন কিনারায়।

ছুটে যেতে দেখে বলে
জোসনা ভরা মাঠ,
ঠাই পাবে না কোন খানে
শ্রম করে পাত।

হঠাৎ যখন আসছে তেড়ে
গুমোট বাঁধা কাল,
ঘরে ফিরে দেখবে শেষে
নাই আর ঘরে চাল।