আলো হাতে মশাল নিয়ে
আসছে তেড়ে কিশোর ছেলে,
কিশোর ছেলে কি বুঝে সে
দৌড়ে আসছে পতাকা হাতে।
মানচিত্রটা অাঁকিয়ে রক্তে
এনেছে হাতে পতাকা নিয়ে,
টলমল করা মুখ খানাতে
ছাপ ছিল যেন বাংলাদেশের।
সবুজের মাঝে রক্ত দিয়ে,
এঁকেছে সে পতাকাটাকে।
হারিয়ে যেতে দিবে না সে,
এই লাল সবুজের পতাকাটাকে।
বুকে থেকে রক্ত ঝড়িয়ে
প্রাণ দিবে সে প্রয়োজন হলে।
জ্বলমল করা তার আঁখি দুটিতে
স্বপ্ন আঁকা দেখেছি তাতে,
হারিয়ে যেত দিবে না সে
কোন মূল্যেই মোদের স্বপ্নটাকে।