আমার কবিতার খাতা খানি হেথায়
পড়ে আছে টেবিলের একটি কোনে।
অনেক দিন ধরে পাইনি সময়
টেবিলেবসে কলমটা ধরা হয়নি বলে।
অনেক দিন আগে লিখে ছিলেম
তোমায় নিয়ে এক খানা কবিতা।
অনেক দিন হলেও বদলাইনি মোর কবিতার ভাষা
যেমনটা ছিল তেমনটাই আছে মোর সকল আশা।
কিন্তু অনেকটা বদলে গিয়েছ তুমি
যেমনটা বদলাইনি আমি।
আজও রয়েছি তেমনি আমি একা
যেমনটি ভাবে তোমার পেয়েছিলেম দেখা।
প্রায় বিশটি বছর পর আজ
ফিরছি আমি বাসায়।
এতদিন ছিলেম আমি
জেলখানার ঐ বন্দিশালায়।
এসে দেখি ঘরে,
ইদুঁর আর আরশোলা
আমার কবিতার খাতায় বেধেছে তাদের বাসা।
আমার লেখা সব কবিতা
কেটে হায় করেছে টুকরো
রেখেছে টেবিলের তলায়।
কবিতার পাতার ছেড়া টুকরো গুলো নিয়ে
মোর দু'হাতের তলায়
লুটিয়ে পরলাম আমি কান্নায়।
দুঃখের সাগরের ঢেউ উঠছে মোর চোখে
দু'আখি মোর নয়ন জলে ভাসেছে।
আখির জলে ভিজল কবিতা,
মিশল মাটির সনে।
স্বার্থক হলাম কবি আমি
সর্বশান্ত হলাম যখন সব কিছু হারিয়ে।
বিশটি বছর হারিয়েছি আমি
তোমায় ভালবেসে।
তোমার জন্যই
কবিতা মোর নয়ন জলে ভাসছে ॥