তোমাকে পাইনি বোলেই পাচ্ছি আজও ।
তখন পাইনি; এখন থেকে পাচ্ছি ।
শরীরে পাইনি; অশরীরে পাচ্ছি ।
অন্যের শরীর হয়েছ বলেই---
তোমাকে দেখতে পাচ্ছি এখন,
উপলব্ধি করতে পাচ্ছি তোমায় ।
এখন তুমি হারিয়েছ কিশোরীকাল ।
তোমার চেহারা ভেঙেছে; ভেঙেছে শরীর ।
বারবার বয়স্ক হয়ে যাও তুমি,
আবার চেষ্টা করো কমে যাওয়ার ।
দামী প্রসাধনীও তোমার শরীরে কুহকিনী হাসি হাসে ।
একদিন তোমার নিষ্পাপ ছিল মুখখান;
এখন মরিচীকা! ক্ষণেকে মনে হয় কত বয়স তোমার,
অথচ তুমি সুন্দরী! মুখে কৈশরী অভিব্যক্তি
এখনো বোঝা যায়; কতইবা আর বয়স হবে তোমার!
অন্যের শরীরে বুঝি নিজের বলে কিছুই থাকে না?
তবু আজও তোমাকে পাচ্ছি আমি; হারাচ্ছি নিজেকেই;
যেখানে হারিয়েছি আমার যৌবণের উৎসুক চোখ!

০৪.০৫.১৬
- আল আমীন