জানতে চাও, কেমন ভালো বাসি আমি তোমারে?
আচ্ছা, একটু হিসাব ক’রে দেখি!...

এই যে আমি তোমার গাঢ় নিঃশ্বাসের অতলতায়,
দিগ্বিদিক হয়ে আছি তোমায় ভালোবেসে;
আমার অস্তিত্বের এক ঐশ্বরিক টান নিয়ে,
তোমার ভেতরেই পৌছে যেতে পারে আত্মা আমার,
সে তুমি কাছে থাকো আমার নাইবা থাকো।
দিনের যেমন সূর্য্যের আলোর প্রয়োজন পড়ে,
রাতের আঁধারে মোমের বাতি;
তেমনই ঠিক দিন-রাতের নিত্যতায়, ভালোবাসি আমি তোমায়,
এটাই তো যেন সুধু অপরিহার্য আমার জীবনে...
মুক্ত আমি, বন্ধনহীন সুধু তোমায়ই ভালোবাসতে।

মানুষগুলো যেমন জন্মায় তার বেঁচে থাকার অধিকার নিয়ে;
সকল মন্ত্রেই তেমনি তুমি আমার অধিষ্ঠিত প্রয়োজন!

এমনই পবিত্র প্রেম তুমি আমার,
যার পবিত্রতায় নুয়ে পড়ে মানব-মস্তক
কী এক অজর ভক্তি তুমি;
ভেতরে-গহীণে যত আছে আবেগ আমার,
বার্ধক্যের অবধারিত শোক ভুলে,
শৈশবের সরল বিশ্বাসে
উজাড় হয়েছি আমি তোমাতেই...

এমনকি চান যদি স্বয়ং খোদা তা’লা:
হয়তো আমি মরণের পরই
বাসতে পারবো ভালো তোমায়, আরো ভালো করে’।

৫.৩২(ভোর)
১৫.০১.১৬
ঢাকা।

মূল: Sonnet-43 by Elizabeth Barret Browning
ভাষান্তর: আল আমীন ।