তোমার অনুভূতি বুঝতে যেয়ে
আজ আমি বাকরুদ্ধ হয়ে গেছি;
ডুবে যাচ্ছি ক্রমশঃ এক নৈঃশব্দের গহ্বরে!
এই নৈঃশব্দই কি স্বয়ং তুমি?
এ কি তোমারই শীতল আহ্বান?
মন চাইছে, তুমি সিঁধে যাও বুকের ভেতর!
দম আটকে রেখে পর, খানিক নিঃশ্বাস নিই
তোমার হৃদস্পন্দনে আমার প্রশ্বাস
মিশে একাকার হোক!
আমার লোমশ বুকের ব্যাগ্র আবেগে
মাথা মুড়ে দাও তুমি!
তোমায় ভালোবাসতে চাই!
আবেগঘন হ'তে চাই!
আজ তোমার অনুভূতির সিক্ত প্রকোষ্ঠে
অনুপ্রবেশ করেছি আমি!
সবাইই তো তোমায় চায়;
জৈবিক ক্ষুধা সবারই আছে!
তোমার জন্ম তোমার কাছেই জ্বালাময় হয়ে ওঠে,
কারণ তুমি সুন্দরী,  আর
তোমাকেই চাওয়াটা মানুষের অসংযম!
ক'জনই-বা বোঝে, তুমি কি চাও;
ক'জনেরই-বা সময় আছে তোমাকে বোঝার!
সবাই সুধু দখলই করতে চায় তোমাকে,
যেন তুমি কারো আত্মস্যাৎকৃত সম্পদ!

আমি কতটুকু চাই,
নিজেই জানিনা আমি;
বুঝেছি তোমার আকুলতা!
কামিনী-জন্মের জীবন-যন্ত্রণা তোমার
গহীণে গিয়ে শুনে এসেছি আজ;
আমায় অসংযমী ভেবনা!

১১.১.১৬
ঢাকা, বাংলাদেশ।