তোমার মসীময় ভ্রুর আবেগ দিয়ে
আমায় ডেকো।
আমি তোমায়—
জ্যোস্না ভরা, বৃষ্টি ভেজা
একটি রাত উপহার দেবো;
হবে তুমি আন্মনা…
তোমায় দেখতে আরও মনোময় হবে ।

তুমি কি চাওনা,
স্বপ্ন বুনুক কেউ? —
তোমার আঁচলে; গোপনে—
কেউ দেখুক তোমায়!...
আর, সে আমিই…
পান করে করে স্বপ্ন-জীবি হ’তে চাইতাম।

তুমি কি জানোনা,
তোমার চকিত চাহনী;
অধরের ইষৎ কম্পন—
যার অভিসারে মেতে থাকে দু’টি উৎসুক চোখ:
তাও আমার!
আমি আরও মুগ্ধতায় ডুবি!

তোমার পেলব্ হাতে—
হৃদয়-প্রদীপ জ্বালাও;
ধোঁয়ায় তোমার চোখে খুনসুঁটি করবে ।
সে-ই আমার দীর্ঘশ্বাস!
অনেক দিনের জমানো;
নিয়ে এসেছি তোমার কাছে।

সবুজ বনের কাছে গিয়ে’
আমার বোকামিত্বের স্মরণ ক’রো।
তোমার আলুলায়িত কেশে ঝড় উঠবে;
আঁচল খ’সে যেতে চাইবে বাতাসে,
ও-তো আমার হাসি…
আমি উতাল হয়ে যাই!

অথৈ শূন্যতায় খোঁজার মানসে তাকিও;
তোমার চোখে জল আসবে,
হৃদয় হু হু করবে;
অপূর্ণতার হাহাকারে মনন-বীণা বাঁজবে;
খুঁজে পাবেনা কাউকে…
ভালোবেসে কাঁদবে:
এ-তো আমার অহংকার!

গভীর আবেশে চাইবে—তোমার বুক’
কাউকে আবদ্ধ করতে…
তখন আমি ধরা দিবো—
তোমার নীল চোখে—আকাশের নীল হ’য়ে;
সুধু তোমারই বাসনায়!...

১৭.০৭.২০০৯
পাইকপাড়া