তোমার নামটা আমার ভেতরটায় খানিকটা খাবলে নিয়ে অবশ করে রেখেছে আমায়; আমি তো আফিমের ঘোরে নেই এখন--- মারিজুয়ানা, চরস, ভাং ওরা কেউই আমায় চেনেনা। তোমার নামটা কি সীসার? নাকি তুমিই হেমলক!
দুর্মর কি এক টান নিয়ে ঢুকে পড়েছো তুমি আমার ভেতর; আমার কবিতা আজ জাহেলী যুগে ফিরে যাচ্ছে বারবার।...
তুমি আমায় ক্ষমা করিও। আমার এ বিধ্বস্ত হৃদয় যদি তোমায় ভালোবাসতে না জানে, তবে রাতই আমার শেষ দোহাই; কাউকে কথা দিয়ে আসিনি কোথাও; কেউ পিছু ডাকবেনা আমায়। তোমার কাছে আমার কোন অনুযোগ নেই। অনুরোধ করোনা আমায়। আমি আর কিচ্ছু বলবো না। স্মরণে রাখার কিছু নেই। শেষের গল্পতেই সব শেষ।
১৭.১০.১৫
ঢাকা।