আন্ডার-কন্সট্রাকশন বিল্ডিং দেখাতে নিয়ে,
খানিক ঘোরা-ঘুরির পর আনমনা হয়ে,
ইতস্ততঃ একটু খসখসে গলায়
হঠাৎ যখন কেউ বলল:
-"তারপর, কি খবর"?
কথাটায় আমি চমকে উঠি!
ওকণ্ঠে কী যেন বাহানা;
কেমন আদিম সুর!
...তারপরও সিড়িঘরে চোরাই-চুমুর কবলে পড়ার ভয়ে আৎকে উঠেছি অনেকদিন! কিন্তু, কতবারে আর শেষ রক্ষা হয়! অক্টোপাশের মত কমনীয়তায় আঁকড়ে অচকিতেই তীব্র-চোরের আস্ফালন; আমি তখন গোড়াকাটা গাছটার মত থরোথরো; এদিকে কাঁপি, ওদিকে কাঁপি; ছেড়ে দিলেই টালমাটাল। পড়ে যাইনি, সেইই শেষ রক্ষে!
১৪.১১.১৫
খুলনা।