হায় বেপর্দা রাত!
তুই কি আমার চোখের পাতা লটকে দিলি হরিয়াল পাখীর ডানায়?
রে রাতের অন্ধকার! তুই একটু মৌমাছি হ'
আমি কি কাঁকরোলের ফুল ?
আমাতে করতে পারিস না কেন তবে তোর ঘুমের পরাগায়ন?
চান্দের পসরা যখন পুরোপুরি সাঁজানো হলো,
সব চোখের জানালা বন্ধ করে
জুঁই ফুলেরা কামিনী হয়ে হয়ে
রমনীর গালে রক্ত উঠলো;
আর সব ধরাশায়ী ভ্যাম্পায়ারেরা চতুর্দশপদী হলো কিনা
সে খবর কম বেশি সবাইই জানে।

টোকায় টোকায় রঙ্গন ফুল ভুল করে বসেনি যে রাতে;
সে রাতেও আজ সোনালী চুল জড়ালো কোকিলের নখরে।
আর আমি কি সন্যাসী ঈগল?
চোখের রঙ আমার ঘোরতর বাদামী থেকে কেমন লালাভ হয়ে আসছে!

হায় বেপর্দা রাত! আমার দিকে একটু নজর দে!
আমিও ঘুমাতে চাই।
আমি ঈগল নই;
হরিয়ালের ডানায় চোখের পাতা বাঁধিসনে আমার;
আমি কাঁকরোলের ফুল নই; সে অন্য জিনিস।
রে অন্ধকার! তুই একটু মৌমাছি হ'।
কারো চোখের ঘুম এনে একটু আমার চোখে দে ।


১৬.১০.১৫
ঢাকা।