একখানা ছবি এঁকেছি সুন্দর, মনের মতন একদম;
ভেবেছিলাম যাওয়ার আগে ---
স্বপ্নগুলোকে জমা দিয়ে যাবো ওদের কাছে,
আমার তো এদিকে অনেক তাড়া;
স্বপ্নগুলো ভুলে গেছি নিজেই;
কতক হয়েছিল পূরণ, আর সব হারিয়েছে অকালে।

আজ এই ছবিখানা, দেখো তো চেনো কেউ?
এটাই হয়তো ছিল সুধু আমার না' দেখা স্বপ্ন!
কেউ জানেনি কোন রং দিয়ে এঁকেছিলাম।
কে আসবা? এসে দেখে যাও---
আমি এঁকেছি ছবিখানা, তার স্পষ্ট অবয়ব,
ভেতরে ভেতরেই হারিয়ে ফেলা আমাকে;
আমি মানুষ।


০৩.০৯.১৫ (ভোর)