আমার জন্মনাড়ী ছেড়া হয়নি আজও; ছিড়তেও চাইনা কোনদিন।
সংকীর্ণ এই দুনিয়া আমার আরও ক্ষুদ্র হয়ে যাক
তবু আমি এই নাড়ী কাটতে রাজী নই।
খুঁজতে যাবোনা দুনিয়ার কাছে ভালোবাসা,
ধার চাইতে যাইনি একটু সময় অথবা করুণা।

আমার নিজের পৃথিবী আছে---
যার এক মেরু মিলিত হয়েছিল আরেক মেরুতে।
উত্তর-দক্ষিণ একাকার হয়ে গিয়েছিল আমার জন্মে...

আমার জন্মনাড়ী কাটা হয়নি আজও; কাটতেও চায়নি কোনদিন,
চিনতে চাইনি কাউকে; এতখানি সংকীর্নতা-ই আমার সম্পদ।

আমার হাসিতে আমার নাড়ীর ও-মাথার মানুষটা
নীরবে সুখী হয় আরেক জন কে নিয়ে;
আমার একটুখানি অনবধানতায়---
প্রচণ্ড সুনামিতে হায় হায় রব ওঠে, দিশেহারা হয়ে যায়  
আমার সুখের পুনর্বাসন নিশ্চিত হওয়ার আগ-পর্যন্ত।...

ভেতর-বাহিরে এমন শরীরি অস্তিত্ব--- সুধু শরীর-ই নয়;
আমার হাসির এক ঠোঁটের পাপড়ি
ঠিক আর পাপড়ির আন্দোলনেই দ্যোতনা হয়ে ওঠে;
কান্নার জল গড়িয়ে পড়ার আগেই
কেঁপে ওঠে আমার পায়ের তলার মাটি---
জেনে যায় আমি সুখে নেই, জেনে যায় আমার উত্তর-দক্ষিণ।
আমার এমনই সংকীর্ন জীবন--- এমন পরিসরেই থাক।


১০.০৯.১৫
পাইকপাড়া, ফকিরহাট।