আমি কোনদিনই চাইনি--
আমার হৃদয়টা কেউ দেখুক,
সেই চেষ্টাই করেছি সারাক্ষণ
তাকে অজানিতার আঁচলের আড়ালে আগল দিয়ে রাখতে।
কিন্তু কোন কৌতুহলে ছিন্ন করলে তুমি তা?...
আলগা করে দিলে হৃদয়ের অবরণ!
আর কেনইবা গুঁজে দিলে সে ছিন্ন আঁচলে
দেবীর আরাধনা-পূয্য নারীত্বের ফুল-কলিকা?
উফঃ কী যন্ত্রণা!
তোমার দীঘল বুকের ললিত কুসুমের সুবাস
আমাকে রুষ্ঠ অতিষ্ঠ করে তুলছে!
ও ছিন্ন-আঁচল-তলে অনভ্যস্ত হৃদয়
আর থাকতে চাইছে'না।
ছিদ্র যখন করেছ'
এই ছিদ্র দিয়েই
তুলে নাওনা কেন হৃদয়টাকে?
তোমার বুকের মাঝে
সামান্য এ ফুল-কলিকার গন্ধে
কেন মাতাল করে রেখেছ' আমায়!
নারী! তোমার নারীত্ব কি এমনই?...
নাকি এ সুধু হেঁয়ালিকা?
এমন দহন জ্বেলে দিয়ে
কেমনে স্থির থাকো তুমি!
বুকের পাপড়ি-তলে আমাকে লুকাতে পারলে কাছে এসে;
তবে নিজের কাছে নিয়ে বুকের মাঝে রাখতে
এ কোন হেঁয়ালীর আশ্রয়!
তারপরও তুমি পারো!...
তোমার বুক ও সুখের অধর-আরাধনা
যার সুখ-সৃষ্টিতে নিমগ্ন করলে
শেষেও কিনা' ফুল দিয়ে ভুল ঢাকতে চাও?
হা'রে! কী জটিলতা!
তবু তুমি সুন্দর...
নারীত্ব প্রতিবিম্বের বৈশিষ্ট্য মূরতি'ই তোমার আরতি; আবেদনময়ী!
যুগল-নীলচোখ,
চুম-চয়না অধর।...
আমিই তোমার আঁচল-কাঁচলি-নিচোর!
তোমার বুক-জোড়া অঞ্চল আমায় আরাধ্য ফুল-ভূমি।
তোমার রেশমী-চুলে বনময় পরিবেশ,
আবেগ-ঘন ভ্রু; সবই কামনার ফুলঝুরি।
...যা কিছু সুন্দর ঐ ললাট
করিব' চুম্বন; যা কিছু চুম্বন দিয়ে করেছি সুন্দর।...
পাইকপাড়া, ফকিরহাট, বাগেরহাট
১৭.০৭.২০০৯