ভিলেজ পলিটিক্স,
রিস্ক- রিস্ক-রিস্ক,ভিলেজ পলিটিক্স,
স্বাভাবিক জীবন যাপন করাটাই হবে রিস্ক,
যদি পিছনে লেগে থাকে ভিলেজ পলিটিক্স।
যদি ভাইয়ে ভাইয়েও হয় কথা কাটা-কাটি,
তাদের হাতেও তুলে দেয়,লাঠি-বল্লম,চাপাতি।
পারিবারিক কলহে,
ভিলেজ পলিটিক্সের বলে
নিয়ে যায় রাজনৈতিক দলে।
নন মুসলিমের পা চাটা বীর,
মুক্তিযুদ্ধা হুজুরকেও বলে জামাত-শিবির।
যদি হন সমাজ বা গ্রামের প্রতিষ্ঠিত,
হেয় করবে পলিটিশিয়ান যারা-নিকৃষ্ট।
নিকৃষ্ট মানের ভিলেজ পলিটিক্স করে যারা,
নিরহ মানুষকে গ্রাম ছাড়া করে তারা।
নিরহরা মাইর খেয়ে বিচার চেয়ে ঘুরে দ্বারে দ্বারে,
ঘুষ খেয়ে পক্ষ পাতিত্ব করে, দুষ চাপায় তারই ঘারে।
কর্মস্থল থেকে ছুটি নিয়ে যাবেন গ্রামের বাড়ি,
বিশৃঙ্খলা সৃষ্টি করিবে প্রতিবেশি দুষ্টু নারী।
নতুন করে শুরু হলো ভিন্ন এক গ্রাম্য নীতি,
মসজিদ মাদ্রাসা নিয়ে ও ভেজাল্লে রাজনীতি।
ওরা যাদের ঘরে দেয় তারা কামলা,
সুযোগ পেলে তাদের ঘরেই করে হামলা।
কিছু আছে দু'আঁশলা বেলের আলী,
তারা ঝগড়া লাগিয়ে দেয় হাত তালি।
ক্ষুধার্ত চামচারা ভাবেনা খাওন জুটে কইত্ব,
কামলা মজুর নিয়ে বিস্তার করে আতিপত্য।
গ্রামে গঞ্জে আগে কি সুন্দর দিন কাটাইতাম,
দু'মুখিদের কারণে ইচ্ছে করেনা বাড়িতে যাইতাম।
যদি কারো সাথে মিলে কবিতার কোন শব্দ,
তবে ভালো হয়ে যান, থাকেন নিঃশব্দ।
কাউকে উদ্দেশ্য করে লিখিনী কবিতা,
দয় করে রাগ করিবেন না অযথা।
গ্রামে যারা আছে ঘুষখোর মাতব্বর,
দরবারে প্রমাণ সহ গালে মারেন চর।
দূর হবে অসৎ নীতির ট্রিক্স,
থাকবেনা আর রিস্ক,
ভালো হবে ভিলেজ পলিটিক্স।
-----------------