জিতলেও তুমি হারলেও তুমি
নেইতো কোন ভয়!
গণতন্ত্র দেশে একতরফা ভোট
যদিও কাম্য নয়।
তুমি ও তার সেও তার
ভিন্ন শুধু প্রতীক
এজেন্টও তার পোলিংও তার
পাস করিবে কার্তিক।
ফাঁকা মাঠে গোল দিয়েছে
বিশ্ব হলো অবাক
প্রতিদ্বন্দ্বীকে আটকে রেখে
দেখাইল তার দেমাগ।
দেশে গণতন্ত্রের মন্ত্র দিয়ে
একতরফা হয় ভোট
হারলেও তুমি জিতলেও তুমি
সবাই তোমার জোট।
----------------
রচনাকাল : ৯ জানুয়ারি ২০২৪
লেখার স্হান : রোয়াইল বাড়ী, কেন্দুয়া- নেত্রকোণা।