বাংলাদেশের সৈনিকেরা
নিয়ম শৃঙ্খলায় চলে
উদাহরণ দিতে গিয়ে
বিশ্বের সবাই বলে।
পা থেকে মাথার চুল
গ্রহন নয় ভুল
নিয়ম কানুন মেনে চলে
শৃঙ্খলা তার মূল।
মার্চ করে চলে সবাই
সারিবদ্ধ ভাবে
দোলনা থেকে কবর পর্যন্ত
নিয়ম শৃঙ্খলায় যাবে।
সবাই তো চলে মেনে
চেইন অব কমান্ড
শৃঙ্খলায় যার পরিপূর্ণ
সব জায়গায় তার ডিমান্ড।
যুদ্ধের মাঠে শৃঙ্খলার মান
থাকে অনেক উঁচু
তাদের বহিঃশত্রু দেখতে পেলে
দ্রুত হটে পিছু।
যারা শৃঙ্খলা ভঙ্গ করে
দেশ-দ্রোহী করে
তাদের ফাঁসির মঞ্চে ঝুলাইতে
সবার আগে ধরে।
কণ্ঠস্বর ও বচন ভঙ্গি
শৃঙ্খলা তার সঙ্গী
আইন-কানুন মেনে চলি
গর্ব করে বলি।