সবাই বুঝে শীতের কষ্ট শীত বুঝেনা পেট
পেট মহোদয় বুঝে শুধু খাবার সহ প্লেট।

হাড় কাঁপানো তীব্র শীতে কাজের গতি নাই
দেহে কম্পন হচ্ছে তবুও পেটের দায়ে যাই।

শীতের সাথে যুদ্ধ করে কর্মে যেত হয়
নারী পুরুষ শীত মানেনা চাকুরি যাওয়ার ভয়!

নিত্যদিনের আয় রোজকারে নিত্য দিনেই খায়
ঘন কুয়াশায় শ্রমিক হতাশ ক্ষুধা নিবারণ দায়।

মানুষ জাতি পশু পাখি কেউ থাকেনা ঘরে
শীতের সাথে যুদ্ধ করে খাবার গ্রহণ করে।

পেটের দায়ে শ্রমিক কাজে কেউ থাকেনা ঘরে।
শীতের জ্যামে আটকে পড়া গরীব দুঃখী মরে।

শীতে কাবু কাজে তবুও পেট নীতিকে ঘিরে
শীত বিদায়ের পরে কিন্তু সুদিন আসবে ফিরে।

সরকার সহ বিত্তবানগণ নেক নজর দিলে....
পেটের ক্ষুধায় কেউ কখনো শীত খেত না গিলে।